শরতের দুটি ছড়া | চিত্তরঞ্জন সাহা চিতু


০১/ শরতের ছবি

শরতের সাদা মেঘ
যায় ভেসে ভেসে,
কাশফুল দুলে দুলে
তাই ওঠে হেসে।

শিশিরের জল কণা
ভোর বেলা ঝরে,
শিউলির সাদা ফুল
কত খেলা করে।

সূর্য্যি মামা বুঝি
মিঠি মিঠি হাসে,
শারদীয়া পুজা তাই
শরতেই অাসে।

ঢাক বাজে ঢোল বাজে
অারো কাশি বাজে,
তারা গুলো সারা রাত
অালো জ্বেলে সাজে।



০২/শরৎ এলে হয়

শরৎ এলে কেমন যে হয়
খোকার প্রশ্ন মাকে,
ঘাসের উপর শিশির কণা
কোথায় বলো থাকে!
শিউলি, টগর এই শরতে
গাছে গাছে ফোটে,
মধু নিতে মৌমাছিরা
তাইতো দেখি ছোটে।

শরৎ এলে ঢোলের ধ্বনি
দূর্গা বুঝি অাসে, 
মা যে তখন তার খোকাকে
ব্ড্ড ভালো বাসে।

শরৎ এলে অাকাশ জুড়ে
সাদা মেঘের মেলা, 
সূর্য্যিমামার অাসা যাওয়ার 
লুকোচুরির খেলা।

শরৎ এলে তাই বুঝি মা
বড্ড ভালো লাগে,
মনের ভেতর চুপিচুপি 
কাব্য সুখ জাগে। 

কবিঃ 
বড় বাজার, চুয়াডাঙ্গা, বাংলাদেশ
 মোবাইলঃ ০১৮১৮-৩৪৩৯৩৬। 

Comments

Popular posts from this blog

শিশুতোষ গল্পঃ রাজকন্যা ও ব্যাঙ | মোনোয়ার হোসেন

খোকা আঁকে | তৌহিদ আহাম্মেদ লিখন

গল্প : পিতার আর্তনাদ | কবির কাঞ্চন