Posts

Showing posts from August 28, 2018

প্যারেন্টিংঃ অভিভাবকদের দৃষ্টি আকর্ষণঃ প্যারেন্টিং এর কয়েকটি অজানা বিষয় যা আপনি কখনও খেয়াল করেন নি

Image
_______________ _____ প্যারেন্টিং নিয়ে এই অনেকেই আলোচনা করেছেন। সন্তান লালনপালনে অভিভাবকরা কি ভুমিকা রাখবেন তাই আমরা সাধারনত প্যারেন্টিং বলে থাকি।আজ আমি শুধু প্যারেন্টিং এর ক্ষেত্রে আমার কিছু অভিজ্ঞতা ও বিষয় আলোচনা করবো। আসুন দেখে নেই কি কি বিষয় থাকছে আজকের আলোচনায়। ১/ স্কুলে সন্তানের অবস্হাঃ আপনার সন্তান স্কুলে যাচ্ছে, বাসায় আসছে আর আপনিও স্বস্হির নিঃশ্বাস ফেলছেন যে, যাক আমার বাচ্চা তাহলে পড়ালেখা ভালই করছে। কিন্তু আপনি হয়তো খেয়াল করেন নি, আপনার অজান্তেই আপনার সন্তানটি কোনো না কোনোভাবে শারিরিক, মানুসিক কিংবা যৌন হয়রানীর শিকার হচ্ছে। আর, আপনার সন্তান সেটা লজ্জা বা ভয়ে বলতে পারছে না। এসব কাজে হয়ত স্কুলের শিক্ষক, কর্মচারী এমনকি ঝালমুড়ি ও আইসক্রিমওয়ালারা ও জড়িত থাকতে পারে। তাই সময় দিন। সপ্তাহে একদিন হলেও তার স্কুলে যান, চারপাশ খেয়াল করুন, বাচ্চাকে খুব কৌশলে বুঝিয়ে বলুন, যে তার সাথে কোনো সমস্যা হচ্ছেনাতো? তার উত্তর যদি ইতিবাচক হয় তারপরও চুপ থাকবেন না। কারন, এসব ক্ষেত্রে শিশুর আচরনের ও কাজকর্মের পরিবর্তন লক্ষ করা যায়। আপনি ভালোভাবে খেয়াল করলে সেটা বুঝতে পারবেন। আর, স্কুলে যে যাচ্ছেন

ছড়াঃ খুকির আনন্দ | শিকদার বাসীর

Image
প্রজাপতির নাচটা দেখে খুশি হলো খুকি !  তাইনা দেখে সূর্যটাও দিলো হেসে উঁকি। গাছের ডালে পাখিরা সব সুর তুলেছে মধুর !  মক্ষিকা'রা মধু নিতে ফুল্-বাগিচার অদূর। খুকি এসব মেলার স্রোতে নাচে তুড়ি দিয়ে বলছে, জানো ! আগামীকাল দেবো পুতুল বিয়ে।। 

ছড়াঃ দাদুর কাণ্ড | মোঃরাইসুল ইসলাম

Image
বাসে বসে একলা আমি খাচ্ছিলাম রে আমড়া। সারাদিনে জার্নি করে চাচ্ছিলো মন 'কামড়া' ! ..... একটা আমড়া ইচ্ছে করে মারলাম ছুঁড়ে বাইরে । পড়ল গিয়ে দাদুর মাথায় ধোলাই বুঝি খাই রে ! ..... এদিক ওদিক চেয়ে দাদু আমার পানে চায়রে ! ধরবে বুঝি এবার আমায় রেহাই বুঝি নাইরে। ..... লাঠি নিয়ে দাদু মশাই  আসছিল যেই তেড়ে। কপালগুনে খুবই জোরে গাড়ি দিল ছেড়ে। ...... দাদু মশাই রেগে বলে আবার বেটা আসিস ! তুলে নেব চামড়া গায়ের ক্যামনে দেখি বাঁচিস ?