Posts

Showing posts from October 9, 2018

অানন্দময়ীর অাগমনেঃ

Image
__________ অামার রাত পোহালো শারদ প্রাতে...... 🍥 🍥 🍥 🍥 🍥 💐 💐 💐 💐 গতকাল সন্ধ্যার পর বাইরে বের হতেই ধুঁপের কড়া গন্ধ পাচ্ছিলাম। বাজারের সেই চিরচেনা মন্ডব থেকে ভেঁসে অাসছিলো ঢোল ও কাসার শব্দ অার লাল, নীল রঙে ছিলো চারপাশ অালোকিতো। কি হচ্ছে তবে? অহ্হো, পড়ে বুঝলাম যে গতকাল থেকে শুরু হয়েছে মহালয়া হিন্দুধর্মালম্ব ীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। দু্র্গতিনাশিনী মা দুর্গার অাগমন অামাদের কে স্মরণ করিয়ে দেয়, যুগে যুগে মানুষের পাপের সাজা দিতে কেউ না কেউ এগিয়ে অাসে। যে যেই ধর্মের হোন না কেনো অন্য ধর্মালম্বীদের স্বাধীন ভাবে তাদের উৎসব পালন করতে দিন। নিজে ভালো থাকুন অার অন্যদেরকেও ভালো থাকতে দিন। সবাইকে পবিত্র শারদীয়ার শুভেচ্ছা।