Posts

Showing posts from August 26, 2018

কবিতাঃ শরৎ এলে | কবির কাঞ্চন

Image
নদীর চরে ফুটে যখন সাদা কাশফুল তখন বুঝি শরৎ এসে করে ব্যাকুল। ব্যাকুলতা বাড়ে আবার বৃষ্টি হলে   ফুলপরীরা নৃত্যে মাতে মিষ্টি জলে। বৃষ্টি ফোটা ঘাসের বুকে তুফান তুলে প্রজাপতি পাখি উড়ে ফুলে ফুলে। ফুলের মধু আহরণে অলি ছুটে সৃষ্টি সুখের জোয়ার আসে দুঃখ টুটে। অপার সুখে ফড়িং নাচে   ডানা মেলে বাংলা সাজে রূপের রানী শরৎ এলে। পরিচিতি ও যোগাযোগ : কবির কাঞ্চন সহকারী শিক্ষক   বেপজা পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রাম সিইপিজেড, চট্টগ্রাম   যোগাযোগ - ০১৬৭৩৯০৩৫০৩                     ০১৯৬০০৯০৭৭৬ email:   kabirctg1985@gmail.com ‎ফেসবুক : কবির কাঞ্চন

ছড়াঃ বাদল ঝরে | মহিউদ্দিন বিন্ জুবায়েদ

Image
বাদল ঝরে বাদল ঝরে মাঠ- ঘাট সব যায় যে ভরে ফুটছে যেন খৈ, রাস্তা- ঘাটে থেতলো কাদা কাজে কর্মে সকল বাঁধা পানিতে থৈ থৈ। ••• ঘর থেকে পা যায় না রাখা কোন খানে নেই তো ফাঁকা বাদল ঝরে ঝর, সকাল ফুরোয় বিকাল আসে বৃষ্টি ফুটায় কদম হাসে সারাদিন মান ভর।  মুহিম নগর,চৈতন খিলা,শেরপুর। 01717112791