Posts

Showing posts from September 10, 2018

কবিতাঃ আমার পাখি | আজহার মাহমুদ

Image
রোজ বিকেলে অপলকে যারে চেয়ে থাকি, তাকে আমি আদর করে পাখি বলে ডাকি। মিষ্টি মিষ্টি হাসি তার মায়াবী দুটি আঁখি, আর কারো নয়, সে শুধু আমার প্রাণের পাখি। দেওয়ার মতো নেই কিছু আর পাখিরে দেওয়া বাকি, তবু পাখি দিয়েছে আমায় অনেক বড় ফাঁকি। আজও আমায় কাঁদিয়ে বেড়ায় পাখির দেওয়া ফাঁকি, রোজ বিকেলে পাখির আশায় এখনও তাকিয়ে থাকি। লেখক: আজহার মাহমুদ প্রাবন্ধিক, কলামিষ্ট ও ছড়াকার শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। ইমেইল: azharmahmud705@gmail.com মোবাইল: ০১৮৩০১৩৬৮৩৪