বই আলোচনা | তরুণ কথাসাহিত্যিক মুহাম্মদ বরকত আলীর সামাজিক উপন্যাসঃ " শাপলা শালুক "


বইঃ শাপলা শালুক
লেখকঃ মুহাম্মদ বরকত আলী প্রকাশকঃ ইতি প্রকাশন ( ঢাকা, বাংলাদেশ) প্রকাশকঃ অসময় প্রকাশনি ( কলকাতা, ভারত) ধরনঃ সমকালীন উপন্যাস

উপন্যাসের প্রধান চরিত্রে আছে মানিক, সখি। গ্রামে সাধারণ ছেলেমেয়েরা এক সাথে স্কুলে যায়, খেলা করে। ঠিক তেমনি মানিক, সখি দুজন বন্ধু। মানিকের বাবা রহিম মিয়া গ্রামের সবচাইতে দরিদ্র মানুষ। একছটাক জমি নেই তার শুধু বসত ভিটে ছাড়া। ফসলের মাঠে যখন যে কাজে জন্য ডাক পড়ে সেই কাজ করে বেলা শেষে ধান, গম যা দেয় তা নিয়ে আসে হাসি মুখে। কখনো ঘাষ কেটে মোকামে বিক্রি করে খাবার জোগায়। এভাবেই কেটে যায় সংসার। সখির বাবা গ্রামের প্রভাবশালী লোক। তাই দরিদ্র রহিম মিয়ার ছেলে মানিকের সাথে খেলা করতে দেয় না সখির মা। তবুও সবাইকে ফাঁকি দিয়ে দুজনে ঘুরে বেড়ায় বন বাদাড়ে। উপন্যাসের প্রতিটি পাতায় রয়েছে গ্রামের ছোয়া। বাংলা বারো মাসের ধারাবাহিতা, ফল, ফুল, উৎসব। যাত্রাপালা, বৃষ্টি প্রার্থনা, মাছ ধরা, চড়ুই ভাতি, পুতুলের বিয়ে, খেজুরের রস খাওয়া,বৈশাখী মেলা, এমন কোনো কিছুই বাদ যায়নি যা গ্রামে ঘটে থাকে। শাপলা শালুক উপন্যাসটি পুরোপুরি গ্রামীণ পটভূমিতে লেখা। যারা গ্রামীণ পরিবেশে বেড়ে উঠেছে, কিন্তু পরবর্তীতে কর্মের জন্য চলে গেছেন শহরে, তাদেরকে সেই ফেলে আসা দিনগুলিতে আরও একবার ঘুরে আসতে লেখকের এই আয়োজন। আর যারা কখনো গ্রাম দেখেনি, আমি মনে করি এই বইয়ের প্রতিটি পৃষ্ঠা পড়ে তারা গ্রামের একেকটি আঙ্গিনা ঘুরে আসবে। পুরো বই পাঠককে নিয়ে যাবে গ্রামে। কল্পনায় বাস্তবতার ছোয়া পাবে। উপন্যাসটি আঞ্চলিক ভাষায় লেখা। হাজার বছর ধরে, পথের পাঁচালী, এই ধরনের লেখা যারা পড়তে পারেন তাদের জন্য লেখকের এই উপন্যসটি উপহার। পরিশেষে লেখকের জন্য শুভকামনা।

Comments

Popular posts from this blog

শিশুতোষ গল্পঃ রাজকন্যা ও ব্যাঙ | মোনোয়ার হোসেন

খোকা আঁকে | তৌহিদ আহাম্মেদ লিখন

গল্প : পিতার আর্তনাদ | কবির কাঞ্চন