ছড়াঃ খুকির আনন্দ | শিকদার বাসীর


প্রজাপতির নাচটা দেখে
খুশি হলো খুকি ! 
তাইনা দেখে সূর্যটাও
দিলো হেসে উঁকি।

গাছের ডালে পাখিরা সব
সুর তুলেছে মধুর ! 
মক্ষিকা'রা মধু নিতে
ফুল্-বাগিচার অদূর।

খুকি এসব মেলার স্রোতে
নাচে তুড়ি দিয়ে
বলছে, জানো ! আগামীকাল
দেবো পুতুল বিয়ে।। 

Comments

Popular posts from this blog

শিশুতোষ গল্পঃ রাজকন্যা ও ব্যাঙ | মোনোয়ার হোসেন

খোকা আঁকে | তৌহিদ আহাম্মেদ লিখন

গল্প : পিতার আর্তনাদ | কবির কাঞ্চন