কবিতাঃ আশ্বিনের নির্জনতায় | সাদিয়া আফরোজ খান


আশ্বিনের গোধূলী বেলায় আশ্চর্য রকম বাতাস খেলা করে। নাগরিকতা পাশ কাটিয়ে ব্রহ্মপুত্রের কিনারে - জীবনের আনন্দ ভীর করে এসে। জীবনের আয়োজন পাশে পড়ে রয় মন কোলাহল ছেড়ে বাঁচে এখানে,বাতাসের ঢেউঘেরা নির্জনতায়।

নির্জনতায় -মনে পড়ে যায় তোমাকে ; অসুখের মতন ছড়িয়ে পড়ে সমস্ত শরীরে মন মানসে। 
এ করতল তোমার চিবুক ছুঁয়েছিল একদিন - বলেছিলাম, হারাবেনা তো আর? করতলের স্পর্শে আবেশে তোমার ঠোঁট শুষ্ক কথা ফোটে নি সে ঠোঁটে -
শুধু মাথা নেড়ে বলেছিলে, হারাবে না আর!

এ নির্জন মেরুন আলোয় ঢেউ খেলে নদী সুবাতাস খেলে, আকাশ মেলে আকাশে। আমরা দু'জনে সে সব দেখেছি কতো চেয়ে - কত দেখেছি কাশফুলের ঘাটে; ক্ষণপ্রভা শিউলির সুঘ্রাণ ছড়িয়ে পড়ে - আজও মনে হয়-
সেই কাশবনের খেয়া ঘাট, শান্ত তরী বাঁধা থাকে গোধূলী আলোয়। ভেসে আসে শিউলির সুঘ্রাণ ভরা আমাদের কথপোকথন! 

যদিও বিদায় নিয়েছি তার কাছে, তবুও আজকের মতো এই নির্জনতায় - প্রেম,প্রকৃতি আর মন 
তাকেই পিছু টানে!!

Comments

Popular posts from this blog

শিশুতোষ গল্পঃ রাজকন্যা ও ব্যাঙ | মোনোয়ার হোসেন

খোকা আঁকে | তৌহিদ আহাম্মেদ লিখন

গল্প : পিতার আর্তনাদ | কবির কাঞ্চন