ছড়াঃ টুনটুনি | আবু আব্দুল্লাহ আল মাসউদ




ছোট্ট পাখি টুনটুনিকে
দেখবে যদি চাও
হরেক রকম গাছে ভরা
বন-বাদাড়ে যাও৷
ছোট্ট দেহী হলেও তারা
চতুর দেখি খুব
এক মূহুর্তের জন্যে তারা
থাকে না যে চুপ৷
লতা-পাতার ফাঁক- ফোকরে
ফুড়ুত ফুড়ুত উড়ে
পোকা- মাকড় মুখে নিয়ে
গাছের ডালে চড়ে৷
ঝোপঝাড়ে আর ছোট্ট গাছে
করে তারা বাস
আপন নীড়ে মনের সুখে
কাটায় বারো মাস৷

Comments

Post a Comment

Popular posts from this blog

শিশুতোষ গল্পঃ রাজকন্যা ও ব্যাঙ | মোনোয়ার হোসেন

খোকা আঁকে | তৌহিদ আহাম্মেদ লিখন

গল্প : পিতার আর্তনাদ | কবির কাঞ্চন