কবিতাঃ শরৎ | মাযহারুল ইসলাম অনিক


নীল আকাশে মেঘের গাড়ি
চলছে দেখো উড়ে,
কোন ঋতুটি এখন বলো
আছে চাদর মুড়ে?
সাদা সাদা কাশ ফুলেরা
বাওলা গানে দোলে,
কোন ঋতুতে এই ধরণী
খুশিতে চোখ খোলে?
ভাটিয়ালি গানের সুরে
ভাসায় মাঝি নাও,
কোন ঋতুতে নদীর ধারে
তুমি ছুটে যাও?
ছয়টি ঋতুর কোন ঋতুকে
যায় বলা যায় রানী,
শরৎ বাদে এইখানেতে
কাকেই টেনে আনি?
নীল আকাশে মেঘের ছোটা
কাশফুলেরই গান,
মিষ্টি শরৎ এলেই পরে
জুড়ায় মনও প্রাণ।
নাম:মাযহারুল ইসলাম অনিক
শিক্ষার্থী:দ্বাদশ শ্রেণী, ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজ যশোর
ঠিকানা:৩৯,জেল রোড় ঘোপ যশোর
মোবা:০১৭০৩২২৬৪৭২।

Comments

Popular posts from this blog

শিশুতোষ গল্পঃ রাজকন্যা ও ব্যাঙ | মোনোয়ার হোসেন

খোকা আঁকে | তৌহিদ আহাম্মেদ লিখন

গল্প : পিতার আর্তনাদ | কবির কাঞ্চন