ছড়াঃ শরৎ এলো | নাহিদ নজরুল


শরৎ এলো পাড়ে গাঁয়ে
রাণীর বেশে
সেই খুশিতে প্রকৃতিটা
উঠলো হেসে।

শিশিরকণা ঝরে পড়ে দূর্বাঘাসে
সূর্য এসে ঝিলিক মারে
শুভ্র কাশে।

স্নিগ্ধ সবুজ হাতছানি দেয় আমন ধানে
ক্লান্ত হলে কৃষক ফিরে
ঘরের টানে

বিলেরজলে শাপলা শালুক
পদ্ম ফোটে
গাছ থেকে রোজ শিউলি বেলির সুবাস ছোটে।

সাদামেঘের উড়োউড়ি নীলাকাশে
সারাবেলা তুলোর মতো
দৌড়ে ভাসে।

গোধূলিতে লালের মেলা
লাল ভরিয়ে
ঋতুরাণী শরৎ হাসে
রূপ ছড়িয়ে।

Comments

Popular posts from this blog

শিশুতোষ গল্পঃ রাজকন্যা ও ব্যাঙ | মোনোয়ার হোসেন

খোকা আঁকে | তৌহিদ আহাম্মেদ লিখন

গল্প : পিতার আর্তনাদ | কবির কাঞ্চন