ছড়াঃ বাদল ঝরে | মহিউদ্দিন বিন্ জুবায়েদ



বাদল ঝরে বাদল ঝরে
মাঠ- ঘাট সব যায় যে ভরে
ফুটছে যেন খৈ,

রাস্তা- ঘাটে থেতলো কাদা কাজে কর্মে সকল বাঁধা
পানিতে থৈ থৈ।

•••
ঘর থেকে পা যায় না রাখা
কোন খানে নেই তো ফাঁকা
বাদল ঝরে ঝর,

সকাল ফুরোয় বিকাল আসে বৃষ্টি ফুটায় কদম হাসে সারাদিন মান ভর।

 মুহিম নগর,চৈতন খিলা,শেরপুর। 01717112791

Comments

Popular posts from this blog

শিশুতোষ গল্পঃ রাজকন্যা ও ব্যাঙ | মোনোয়ার হোসেন

খোকা আঁকে | তৌহিদ আহাম্মেদ লিখন

গল্প : পিতার আর্তনাদ | কবির কাঞ্চন