অামাদের অালাপন


প্রিয় ছোট্ট বন্ধুরা, 
অাসসালামু অালাইকুম।
অাশা করি সবাই ভালো ও সুস্হ অাছো। সবাইকে শিশুকিশোর ওয়েব পোর্টাল 🐤টুনটুনি🐤 পক্ষ থেকে ঈদুল অাযহার শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে যে কথা না বললেই নয়। অাসলে পত্রিকা সম্পাদনা করার সময় ও সামর্থ্য দুটোই অামার নেই। তবুও তো শুরু করতে হয়। ছোট থেকে শিখে শিখে 🐤টুনটুনি🐤 এগোতে চায়। অার দুঃখজনক হলেও সত্য ঠাকুরগাঁওয়ের মতো একটি ঐতিহ্যবাহী ছোট্ট শহরে শিশুদের জন্য কোনো পত্রিকা নেই, কারও উদ্যোগও দেখলাম না। তাই অাপাততঃ এভাবে ব্লক ভিত্তিক অাকারে বের করছি। সমস্যা হলো, ভালো ও বিশস্ত কোনো পিডিএফ ডিজাইনার পাচ্ছি না। পেলে খুব শিঘ্রী প্রতি মাসে ঝলমলে রঙিন পিডিএফ ফাইল অাকারে বের করে সেটি পত্রিকার সাইটে অাপলোড করে দিবো। অার সবার সহযোগিতা ও বিজ্ঞাপন পেলে পত্রিকার প্রিন্ট ভার্সনও বের করবো। প্রতিটি লেখককে বিনামূল্যে সৌজন্য কপি দিবো ইংশাঅাল্লাহ্। অাপাততঃ অামরা পরিক্ষামুলক প্রচার করছি তাই সকলে বিষয়টি পজেটিভ ভাবে নিবেন। তো, অনেক কথা হলো! অাজ অার নয়। সবাই ভালো থাকো, সুস্হ থাকো অার 🐤টুনটুনি🐤 এর সাথেই থাকো। ধন্যবাদ!! 

---- সম্পাদক.

Comments

Popular posts from this blog

শিশুতোষ গল্পঃ রাজকন্যা ও ব্যাঙ | মোনোয়ার হোসেন

খোকা আঁকে | তৌহিদ আহাম্মেদ লিখন

গল্প : পিতার আর্তনাদ | কবির কাঞ্চন